• শিক্ষা

কর্মবিরতির দ্বিতীয় দিনে বিসিএস সাধারণ শিক্ষকদের আন্দোলনে উত্তাল সাতক্ষীরা সরকারি কলেজ

  • শিক্ষা
  • ১১ অক্টোবর, ২০২৩ ১৮:২০:০৯

ছবিঃ সিএনআই

সাতক্ষীরাঃ কর্মবিরতির দ্বিতীয় দিনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সদস্যদের আন্দোলনে উত্তাল সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলার ছয়টি কলেজ ক্যাম্পাস।

বুধবার সকাল থেকে প্রতিবাদী শিক্ষক-শিক্ষিকাগণ দাবিনামাসহ ফেস্টুন নিয়ে ক্যাম্পাস চত্বরে নেমে পড়েন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ক্যাডার বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেন। সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমানউল্লাহ আল হাদী।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমানউল্লাহ আল হাদী বলেন, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটিপ্রদানসহ বিভিন্ন দাবিতে সারাদেশের সাথে সাতক্ষীরায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়েছে। প্রয়োজনে দাবি আদায়ের জন্য এ আন্দোলনে আরো দীর্ঘায়িত করা হবে।

মঙ্গলবার প্রথমদিনের মতো সকাল ৯টা থেকেই সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষকরা ক্যাম্পাসে সমবেত হন। এবং তিনদিনের কর্মবিরতির যৌক্তিকতা তুলে ধরে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী।

মন্তব্য ( ০)





  • company_logo