• আন্তর্জাতিক
  • লিড নিউজ

শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল, কাঁপল দিল্লিও

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৩ অক্টোবর, ২০২৩ ১৬:৩৩:০৯

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। এর মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। অন্যটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভারতের রাজধানী নয়াদিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশের স্থানীয় সময় ৩টা ২১ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, হেমান্তবাদা এলাকা থেকে দুই কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল।এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি টুইট বাতায় ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে।

এর আগে ২টা ৫৫ মিনিটে নেপালে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভাটিখোলা থেকে তিন কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য ( ০)





  • company_logo