• স্বাস্থ্য

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত আরেক রোগীর মৃত্যু, সংখ্যা বেড়ে দাড়ালো ৩ এ

  • স্বাস্থ্য
  • ০৮ সেপ্টেম্বর, ২০২৩ ২১:১৮:০৬

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে চিকিৎসাধীন অবস্হায় ডেঙ্গু আক্রান্ত আরেক রোগী মারা গেছে। আজ শুক্রবার বিকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে মৃত্যু ঘটেছে তার।মৃত্যুর শিকার রুবেল (৩০) দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুরের মোকলেস আলীর ছেলে।

এর আগে ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো তিনজনে। হাসপাতালের উদ্ধৃতি দিয়ে মিডিয়া সেলের ডাঃ সারোয়ার আলম জানান, রুবেল স্হানীয়ভাবে আক্রান্ত হয়েছিল। ২৭ আগষ্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ বিকাল সোয়া তিনটার দিকে আইসিইউ ইউনিটে সে মারা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রুবেলের মৃত্যুর আগে জেলার কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের ছেলে মাসুদ রানা গত ১৩ আগস্ট মারা গিয়েছে।

এছাড়াও ১১ আগস্ট জেলার চিরিরবন্দরেরদামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে রাকিব (১৭) নামে এক কিশোর মারা গেছে। মিডিয়া সেলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে,  এ পর্যন্ত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৪৬জন রোগীকে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে সুস্হ হয়ে ৫১৮ জন হাসপাতাল ত্যাগ করেছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনকে ভর্তি করা হয়েছে৷ 

মন্তব্য ( ০)





  • company_logo