• সমগ্র বাংলা

আলোর মুখ দেখছে পোড়াহাট তারাগঞ্জ সড়কে চলাচল করা মানুষ

  • সমগ্র বাংলা
  • ১৭ আগস্ট, ২০২৩ ২০:০১:৪৩

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ সৈয়দপুরের জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে আলোর মুখ দেখেছে পোড়াহাট-তারাগঞ্জ সড়কে চলাচলকারী মানুষ। ২২ কোটি টাকা ব্যয়ে ১৭.৭৫ কি.মি. দীর্ঘ এ সড়কটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ১৭ আগস্ট এই রাস্তা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ( নীলফামারী -৪)  আহসান আদেলুর রহমান।

তিনি জানান, করোনাকালের ৩ বছর আমরা উন্নয়ন কার্যক্রম হতে পিছিয়ে পড়েছি। সেটা কাটিয়ে উঠে আমরা নব উদ্যমে কাজ শুরু করেছি। এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। এ সড়কটি নির্মিত হলে খুব সহজেই সৈয়দপুরের জনসাধারণ তাড়াগঞ্জের (রংপুর) সাথে সংযোগ স্থাপন করতে পারবে।

ফলে সৈয়দপুরের মানুষের সময় বাঁচবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে এ রাস্তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সৈয়দপুর সোনাখুলী কাচারী বাজার হতে ফোরকানিয়া হাট পর্যন্ত অপর একটি (৫০০ মিটার) রাস্তা উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ আহসান আদেলুর রহমান।এসময় স্থানীয় জাপা নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo