• কূটনৈতিক সংবাদ
  • লিড নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে একটি মার্কিন কংগ্রেস সদস্যসহ ১০ সদস্যের মার্কিন প্রতিনিধিদল

  • কূটনৈতিক সংবাদ
  • লিড নিউজ
  • ১৪ আগস্ট, ২০২৩ ২০:৪০:৪৫

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: মার্কিন কংগ্রেস সদস্য রিচার্ড ডিন এমসিকর্মিক এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি মার্কিন প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ১৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১ থেকে বিকেল ৪ টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। প্রতিনিধিদলে অন্যান্যরা হলেন মার্কিন কংগ্রেস ম্যান এডওয়ার্ড এসপেনেট কেইস, মার্কিন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা অড্রে জোয়ান নাকামুরা কেস , ডেব্রা রার্টলিক মিলার, মার্ক ওয়ারেন মোরহাউস, পল কার্লোস হেরেরা, নাথান ডেনিস ফ্লুক,  ম্যাকেঞ্জি লায়েল রো, লিন্ডসে জয় হারনিশ ও ব্রায়ান স্কট শিলার।

প্রতিনিধি দলটি প্রথমে ১২ নং  ক্যাম্পে অবস্থিত জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা (UNHCR)  পরিচালিত ডাটা কার্ড রেজিষ্ট্রেশন  সেন্টার পরিদর্শন করেন। এসময় উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং রোহিঙ্গাদের ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পর্কে অবগত হন।পরবর্তীতে ডাটা এন্ট্রি সেন্টারে ডাটা কার্ডের বিভিন্ন সুবিধা নিতে আসা রোহিঙ্গাদের সাথে কুশল বিনিময় করেন।  কুতুপালং  ১১ নং ক্যাম্পে ব্লক-সি/১ এ অবস্থিত মার্কিন ( US) অর্থায়নে পরিচালিত সান লার্নিং সেন্টার ( Sun Learning Centre) পরিদর্শনকালে প্রতিনিধি দলকে মিয়ানমার ক্যারিকুলাম অনুযায়ী লার্নিং সেন্টার ( Learning Centre) কর্তৃক শিক্ষা প্রদানের বিষয়টি অবগত করেন।

১১ নং  রোহিঙ্গা ক্যাম্পের সি/০১ ব্লকে অবস্থিত  ডব্লিউএফপি (WFP) পরিচালিত ই-ভাউচার আউটলেট ( E-Voucher Outlet) পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল। এ সময় ই-ভাউচার শপ থেকে রোহিঙ্গারা ডাটা কার্ডের মাধ্যমে কিভাবে রেশন গ্রহণ করেন তা পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন স্টোর পরিদর্শন করেন।এ সময় উপস্থিত কর্মকর্তা ই ভাউচার শপের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে ব্রিফ প্রদান করেন। 

এ ছাড়া ১১ নং  ক্যাম্পের এ/৩ ব্লকে অবস্থিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ এলাকা ( Fire Affected Area) পরিদর্শন কালে  উপস্থিত কর্মকর্তা তাদের কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন এবং  আইওএম (IOM)   কর্তৃক ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা শেল্টার পুনর্নির্মান কাজ, উখিয়া  কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ইউএনএইচসিআর পরিচালিত প্রোডাকশন এন্ড ট্রেনিং সেন্টার  অফিস,   কুতুপালং লিগ্যাল একশন ওয়াল্ডওয়াইড (LAW) পরিচালিত "ল" অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলকে তাদের গৃহীত কার্যক্রম সম্পর্কে কর্মকর্তারা ব্রিফ প্রদান করেন। 

মার্কিন প্রতিনিধি দল উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনকালে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস (ARSPH) ( যা মাষ্টার মহিবুল্লার সংগঠন নামে পরিচিত) এর চেয়ারম্যান মোঃ জোবায়ের কর্তৃক রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে প্রতিনিধি দলকে একটি চিঠি প্রদান করেন।  ক্যাম্প পরিদর্শন শেষে দলটি বিকেলে কক্সবাজারের রোহিঙ্গা সংশ্লিষ্ট  বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

মন্তব্য ( ০)





  • company_logo