• সমগ্র বাংলা

ময়মনসিংহের মুক্তাগাছাকে ভূমিহীনমুক্ত ঘোষণায় ইউএনও’র সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা
  • ০৭ আগস্ট, ২০২৩ ১৭:২২:৪৩

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: মুক্তাগাছা উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণায় সংবাদ সম্মেলন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান। সোমবার দুপুরে উপজেলার সভাকক্ষে সাংবাদ সম্মেলনে তিনি জানান, ‘‘মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ এর আওতায় মুক্তাগাছা উপজেলায় ইতোমধ্যে ৬৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ১ম ভাগে ৩শ ৯৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

বাকী ২৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ৯ আগস্ট গৃহ প্রদান করা হবে। সেই সাথে ওইদিন উপজেলায় আর কোন ভূমহীন ও গৃহহীন না থাকায় মুক্তাগাছা উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান , সংশ্লিষ্ট ভূমি অফিসের তহশিলদার প্রমুখ। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo