• প্রশাসন

কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

  • প্রশাসন
  • ২৯ মে, ২০২৩ ১৯:৫৩:০৯

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মে) সোনাহাট বিওপির এলাকাধীন আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৮-এর ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট স্থলবন্দরের সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি ২২ ব্যাটালিয়ন, কুড়িগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আবদুল মোত্তাকিম সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সেক্টর সদর দপ্তর রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইয়াছিন জাহান হোসেন এবং ভারতের বিএসএফের ২২ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি শ্রী আশুতোষ শর্মা, সেক্টর কমান্ডার ধুবরী, ভারত। বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন বিজিবি ২২ ব্যাটালিয়ন, কুড়িগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল মোত্তাকিম, বিজিবি ১৫ ব্যাটালিয়ন, লালমনিরহাট এর ভারপ্রাপ্ত অধিনায়ক, ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ন এর উপ অধিনায়ক, অন্যান্য স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট এলাকার কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্তে নজরদারি, যৌথ টহল বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, গরু, মাদক ও মানব পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ বন্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো অনাকাঙ্খিত ঘটনা পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধানের মাধ্যমে বিজিবি-বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন।

 

মন্তব্য ( ০)





  • company_logo