• খেলাধুলা

আধুনিক ফুটবলকে ‘বিরক্তিকর’ মনে হচ্ছে নেইমারের!

  • খেলাধুলা
  • ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১২:১৭:১৮

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমে দারুণ ফর্মেই আছেন নেইমার। গোল করছেন-করাচ্ছেন, তার দল পিএসজিকেও জেতাচ্ছেন ম্যাচের পর ম্যাচ। অনেক দিন পর তাতে মনে হচ্ছে, ফুটবলটা বুঝি উপভোগই করতে শুরু করেছেন ব্রাজিল তারকা। তবে এমনই এক সময় বোমা ফাটালেন নেইমার, জানালেন আধুনিক ফুটবলকে তার রীতিমতো বিরক্তিকরই লাগে!

এমনটা বলার কারণ আছে অবশ্য। পিএসজির সবশেষ ম্যাচে শুধু শুধুই যে হলুদ কার্ড দেখানো হয়েছে তাকে! এর প্রতিক্রিয়াতেই নেইমার বলেছেন এই কথা।

চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে বুধবার রাতে পিএসজি মুখোমুখি হয়েছিল মাকাবি হাইফার। সেই ম্যাচে নেইমার করেন শেষ গোলটা। গোলটা করেই তিনি তার শেষ কিছু দিনের নিয়মিত উদযাপনটা করেন। কানে দুই আঙুল দিয়ে, জিভটা একটু বের করে উদযাপনটা সারেন তিনি। ধারণা করা হয়, এই উদযাপন ছেলের জন্য করেন নেইমার।  

যদিও রেফারি দানিয়েল সিবার্ট বিষয়টাকে এমন মজার বিষয় বলে মনে করেননি। সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে বসেন তিনি। এরপরই ৩০ বছর বয়সী এই তারকা প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি রেফারির সঙ্গে দেখা করেছিলাম, কথা হয়েছিল। সে ক্ষমা চেয়েছে, তবে আমার নামে তো একটা হলুদ কার্ড উঠে গেছে! এটা খেলোয়াড়দের প্রতি অপমানজনক। রেফারিদের কাজ আমাদের রক্ষা করা।’

‘এখানে যা হয়েছে, সেটা খুবই দুঃখজনক। ফুটবলটাই বিরক্তিকর হয়ে যাচ্ছে দিনে দিনে। আমরা এখন আর প্রাণভরে উদযাপন করতে পারি না। এটা শুধু আমাকে নয়, ফুটবলকেই অপমান করা হয়েছে।’

‘আমাকে কিছু না করেই হলুদ কার্ড দেখানো হয়েছে, ভবিষ্যতেও যা আমার ক্ষতি করতে থাকবে। আর রেফারি? আমি  বলব না, সে ভুল ছিল। সে নিজেই বলুক! এটা অপমানজনক’

তবে মাঠের ফুটবলে দারুণ উপভোগই করছেন নেইমার। গোল করছেন, করাচ্ছেন। তার ফলেই লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপেকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখছে পিএসজি।

মন্তব্য ( ০)





  • company_logo