• গণমাধ্যম
  • লিড নিউজ

লালমনিরহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ও আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • গণমাধ্যম
  • লিড নিউজ
  • ১৪ আগস্ট, ২০২২ ২০:৫১:০১

ছবিঃ সিএনআই

মোস্তাফিজুর রহমান মোস্তাফা,লালমনিরহাটঃ পেশাগত দায়িত্ব পালনকালে লালমনিরহাট জেলায় পাঁচ সাংবাদিক প্রথম আলোর আব্দুর রব সুজন যমুনা টিভি  আনিসুর রহমান লাডলা,এখন টিভি বকুল কেমেরা পার্সন ও হাতীবান্ধা উপজেলা আজকের পত্রিকা প্রতিনিধি রবিউল ইসলাম রবি কে

 সন্ত্রাসী হামলা, আসামি দের গ্রেফতারের  দাবীতে মানববন্ধন ও প্রতিবাদে হাতীবান্ধা উপজেলায় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পরিষদ গেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের  আয়োজনে উক্ত মানববন্ধনের জেলা উপজেলার কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। রিপোর্টার্স ক্লাব সভাপতি আলতাফ হোসেন সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  রিপোর্ট ক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফা, যুগ্ম সাধারণ আঃ রহিম সাংগঠনিক সম্পাদক আসাদ হোসেন রিফাত  ও সিনিয়র সাংবাদিক চ্যানেল২৪ স্টাফ রিপোর্টার মিলন পাটোয়ারী সহ রিপোর্টার্সইউনিটির জেলা  সভাপতি ইউনুস আলী  সাংবাদিক রিপন  সহ আরো অনেক। 

প্রসঙ্গত, উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতির সিন্দুরিয়া গ্রামের বদরুল হাসানের স্ত্রী লাভলী বেগমকে নিয়ে আওয়ামী লীগ নেতা আজিজুরের ছেলে সুলতান হোসেন মণ্ডল ৭ আগস্ট রাতে পালিয়ে গেছেন বলে অভিযোগ ওঠে। সুলতান হোসেন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। ওই ঘটনায় লাভলীর স্বামী বদরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পঞ্চগ্রাম ইউনিয়নে গিয়েছিলেন ওই চার সাংবাদিক। এ বিষয়ে সুলতানের বাবা আজিজুরের বক্তব্য নিয়ে ফেরার পথে তাঁর ছেলে সাহেব মণ্ডলের নেতৃত্বে হামলা করা হয়।

 

মন্তব্য ( ০)





  • company_logo