• গণমাধ্যম

রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে একাংশের সংবাদ সম্মেলন

  • গণমাধ্যম
  • ২১ মে, ২০২২ ২০:২০:৫২

ছবিঃ সিএনআই

রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে এই কমিটি অগণতান্ত্রিক এবং মাইনাস ফর্মুলার কমিটি দাবী করে গঠিত কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে রামগড় উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা মো: শহিদুল ইসলাম ভূঁইয়া।  

শনিবার (২১মে) সকাল সাড়ে ১১টার সময় রামগড় বাজারস্থ দলটির একাংশের নেতা রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক-১ ও সাবেক রামগড় উপজেলা চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম ভূঁইয়া'র নিজস্ব বাস ভবনে লিখিত বক্তব্য তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া মাইনাস ফর্মুলায় মেতেছেন। তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির ত্যাগী ও সিনিয়র নেতাদের বাদ দিয়ে বিএনপির রাজনীতিকে দুর্বল করে দিয়েছেন। বর্তমানে খাগড়াছড়ি জেলাতে বিএনপির সাংগঠনিক শক্তি অত্যন্ত দুর্বল। গত ১৯ মে সৌজন্য স্বাক্ষাতের নাম দিয়ে খাগড়াছড়িতে বসে রামগড় উপজেলা ও পৌর বিএনপির পকেট কমিটি করেছেন যা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী।  এই কমিটি গঠনে আমি সহ রামগড় উপজেলা ও পৌর কিএনপির অধিকাংশ নেতাকর্মীদের অবগত না করে গঠন করা হয়েছে তাই এই ধরনের কমিটি অবিলম্বে বাতিল করে রামগড়ে সকলের অংশ গ্রহনে কমিটি করতে হবে অন্যথান তাদের প্রতিহত করা হবে। তাছাড়া কেন্দ্রীয় বিএনপিকে অবগত করা সহ দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহযোগীতাও কামনা করেছেন এই নেতা। 

শহিদুল ইসলাম ভূঁইয়া আরো বলেন,  আমি ও আমার পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিন্ন করতে ওয়াদুদ ভূঁইয়া মিশনে নেমেছেন। বিএনপির নির্যাতিত পরিবার হিসেবে তিনি আমাদের মাইনাস করে ক্ষমতার অপব্যবহার ও নিজের হিনমন্যতা চরিতার্থতা করার অপচেস্টায় মেতে উঠেছেন।

দলের জেলা ও উপজেলা কমিটির সহ সভাপতি মোজাম্মেল হোসেন বাবুল বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ওয়াদুদ ভূঁইয়া আমাদের ডাকার কথা থাকলেও আমাদের বাহিরে রেখে তিনি যা করেছেন আমরা তার তিব্র নিন্ধা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দলেই হাই কমান্ডের নিকট অভিযোগ করবো। 

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহের হোসেন মিলন, উপজেলা বিএনপির সহ সভাপতি মজিবুল হক মজু , উপজেলা যুব দলের সভাপতি শাহজাহান সহ যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

মন্তব্য ( ০)





  • company_logo