• স্বাস্থ্য
  • লিড নিউজ

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৪৪ লাখ ছাড়াল

  • স্বাস্থ্য
  • লিড নিউজ
  • ২৩ আগস্ট, ২০২১ ০৯:২৯:১৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ২৬৪ জনের। এনিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪ লাখ ৪৪ হাজার ৩৯০ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার মানুষ। নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ২১ কোটি ২৫ লাখ ৬৪৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭৯ লাখের বেশি। এদের মধ্যে ১ লাখ ১১ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৫ হাজার ৫৮ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৮৪ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৫৭৪ জনের।

তালিকায় ২৭ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনের এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৮২ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৭২ হাজার ৮৪২ জন। এদের মধ্যে ১৪২২ জনের অবস্থা গুরুতর।

মন্তব্য ( ০)





  • company_logo