• স্বাস্থ্য

কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • স্বাস্থ্য
  • ০৫ জুন, ২০২১ ১৪:০৬:২২

ছবিঃ সিএনআই

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৫ জুন শনিবার থেকে শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আইরিন আল নাসের,ডাঃ গাজী জাকির হাসান,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মজিবুর রহমান।

আজ ৫ জুন থেকে ১৯ জুন ২১ ইং পর্যন্ত কটিয়াদী উপজেলায় পর্যায়ক্রমে ২৪১ টি টিকাদান কেন্দ্র ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১ বছরের কম বয়সী সকল শিশুকে একটি নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মন্তব্য ( ০)





  • company_logo