• প্রশাসন

শেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৪০ ব্যক্তি ও ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রশাসন
  • ১৮ এপ্রিল, ২০২১ ১৪:২২:১৬

ছবিঃ সিএনআই

শেরপুর প্রতিনিধিঃ  শেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ ব্যক্তি ও ৮ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সর্বমোট ২৯ হাজার ৭শ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে ওইসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

জানা যায়, শেরপুর জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব-এর নির্দেশনায় সাধারণ চলমান সরকারি বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র শেরপুর জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার সারা জেলায় স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণে ৪০ জন ব্যক্তি ও ৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৯
হাজার ৭শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ওই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

মন্তব্য ( ০)





  • company_logo