• জাতীয়

হোটেল-রেস্তোরাঁর বিষয়ে সরকারের সিদ্ধান্তে মালিকদের স্বস্তি প্রকাশ 

  • জাতীয়
  • ১২ এপ্রিল, ২০২১ ১৭:১০:৪৪

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের সময় খাবারের দোকান এবং হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে তাতে স্বস্তি প্রকাশ করেছেন মালিকরা।

সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্বস্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ‘লকডাউনের সময় খাবারের দোকান এবং হোটেল রেস্তোরা দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত খোলা থাকবে। দুর্যোগ মুহূর্ত সময় উপযোগী এই সিদ্ধান্তটি আমাদের ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি আনবে।’

সরকারকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ব্যবসায়ীদের কথা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ২ কোটি মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবিষ্যতে আমাদের বাকী যে দাবী-দাওয়াগুলো ছিল সে বিষয়গুলো সরকার পুনর্বিবেচনা করবে বলে আমরা আশা রাখি।’

উল্লেখ্য, আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আটদিনের জন্য লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোরর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (সরাসরি/অনলাইন) করা যাবে। তবে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo