• সমগ্র বাংলা

নোয়াখালীতে করোনায় আক্রান্তের সংখ্যা উর্ধ্বমূখী, নতুন করে শনাক্ত ৮২

  • সমগ্র বাংলা
  • ১২ এপ্রিল, ২০২১ ১১:৪৮:২৫

ছবিঃ সিএনআই

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। গতকাল ১১ এপ্রিল সিভিল সার্জন অফিসের তথ্য মতে ৭০১ টি নমুনার মধ্যে ৮২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার প্রায় ১২ ভাগ। এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় ০২ জনের মৃত্যু হয়েছে।  

সব মিলিয়ে চলতি মাসের প্রথম ১১ দিনে নোয়াখালীতে ৬৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ ১১ দিনের মধ্যে গত ৪ এপ্রিল নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ১১১ জন করোনা সংক্রমিত হন। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ জন রোগী শনাক্ত হয় ৮ এপ্রিল। এছাড়াও ১ এপ্রিল ৪৬ জন, ২ এপ্রিল ৪৩ জন, ৩ এপ্রিল ২৩ জন, ৫ এপ্রিল ৭৬ জন,৬ এপ্রিল ৪৯ জন, ৭ এপ্রিল ৭১ জন, ৯ এপ্রিল ৮৪ জন,  ১০ এপ্রিল  ০৭ জন, এবং গতকাল ১১ এপ্রিল ৮২ জন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়াও চলতি মাসের প্রথম ১১ দিনে নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন।

সংশ্লিষ্টরা জানান, করোনা আক্রান্তরা আগে ৮/১০ দিন বাসায় গড়াগড়ি করতেন কিন্তু এখন হঠাৎ করেই শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। অক্সিজেন সিচ্যুরেশন হঠাৎ করেই নিচে নেমে যাচ্ছে।

সোমবার ( ১২ এপ্রিল ) সকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, সারা দেশের ন্যায় নোয়াখালীতে ও মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে করোনা। এছাড়াও করোনার উচ্চ সংক্রমনে  নোয়াখালীর অবস্থান এটা মাথায় রেখেই আমরা কাজ করছি। জেলাপ্রশাসন মোবাইল কোর্ট চালু রেখেছে। যারা আক্রান্ত হচ্ছে তাদের আশেপাশের মানুষ জনের ‘কনটাক্ট ট্রেসিং’ করা হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo