• শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্ক ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

  • শিক্ষা
  • ০৪ এপ্রিল, ২০২১ ১৪:২৬:১৩

ছবিঃ সিএনআই

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্ক ছাড়া প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  শুক্রবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, "করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়ে সচেতনতামূলক পোস্টার লাগানো হচ্ছে। বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে এক মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যাতে মাস্ক ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ না করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।"

প্রসঙ্গত, সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৭ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ের কর্মঘন্টা ৩০ মিনিট কমিয়ে সকাল ১০ হতে দুপুর ২টা পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মন্তব্য ( ০)





  • company_logo