• শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

  • শিক্ষা
  • ০৩ এপ্রিল, ২০২১ ১৮:৩৮:৩৫

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে রোববার (৪ এপ্রিল)। শনিবার (৩ এপ্রিল) বিকেলে মেডিকেল ভর্তি আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফল প্রকাশে আমাদের প্রস্তুতি চলছে। আজ রাতের মধ্যেই ফল প্রস্তুত করে রাখা হবে। আগামীকাল যেকোনো সময় ফল প্রকাশ করা হবে।

আবু ইউসুফ ফকির বলেন,ফল তৈরির কাজে সহায়তা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহায়তা নেওয়া হয়েছে। সারাদেশ থেকে পাঠানো শিক্ষার্থীদের উত্তরপত্র স্ক্যানিং করা হয়েছে। সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হচ্ছে। এটিও শেষ পর্যায়ে রয়েছে।

এর আগে শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী উপস্থিত ছিলেন। যদিও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন।

মন্তব্য ( ০)





  • company_logo