• সমগ্র বাংলা
  • লিড নিউজ

'স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ' উপলক্ষে রামগড়ে উন্নয়ন মেলার উদ্বোধন

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৭ মার্চ, ২০২১ ১৩:৪০:৩৬

ছবিঃ সিএনআই

রামগড় প্রতিনিধি: 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ' উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুু. মাহমুদ উল্যাহ মারুফ।  শনিবার (২৭ মার্চ) সকাল ১১টায় রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত উন্নয়ন মেলা থেকে একটি র‍্যালি বের করা হয়। র্যালিটি রামগড় বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে উন্নয়ন মেলায় গিয়ে শেষ হয়।

পরে মেলার একটি স্টলে উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্যাহ মারুফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন, রামগড় থানা অফিসার ইনচার্জ মো: শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: প্রতিক সেন, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছার, তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সহ প্রমুখ। 

পরে মেলা আগত অতিথিরা বিভিন্ন দপ্তরের স্থাপিত ৮টি স্টলে সাজানো উন্নয়ন চিত্র পরিদর্শন করেন। মেলাটি আগামিকাল শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo