• শিক্ষা

কানাডিয়ান ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে প্রফেসর ড. শেখ মামুন খালেদ এর যোগদান

  • শিক্ষা
  • ২২ মার্চ, ২০২১ ১৩:৪৬:১৮

ছবিঃ সিএনআই

সিএনআই ডেস্কঃ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল প্রফেসর ড. শেখ মামুন খালেদ, পিএইচ.ডি. । বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইতিপূর্বে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ-এর কমান্ডান্টসহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাফল্যের সহিত উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বিশ্ববিদ্যালয়ে।

প্রফেসর ড. মামুন খালেদ  বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের  (বিইউপি) চ্যান্সেলর গোল্ড মেডেল ও পিএইচ.ডি. সম্পন্নকারী প্রথম ব্যক্তি এবং ভিশনারী লিডারশিপের উপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে তিনি দ্বিতীয় পিএইচ.ডি. ডিগ্রী অর্জন করেন। তিনি এমবিএতে অসামান্য কৃতিত্বের কারণে মর্যাদাপূর্ণ চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন। সাবেক এই লেফটেন্যান্ট জেনারেল বিশ্বের স্বনামধণ্য প্রতিষ্ঠান থেকে তিনটি এমবিএ ডিগ্রিসহ পাঁচটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন যার একটি কিংস কলেনজ লন্ডন হতে। বর্তমানে তিনি ইংল্যান্ডের টিসাইড ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস আ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) অধ্যয়ন করছেন।

মন্তব্য ( ০)





  • company_logo