• সমগ্র বাংলা
  • লিড নিউজ

দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৭ মার্চ, ২০২১ ১৭:৫০:৩৭

ছবিঃ সিএনআই

দাউদকান্দি প্রতিনিধিঃ আজ বুধবার (১৭ মার্চ)  দাউদকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হয়।

প্রথমে সকাল ৮টায় মুজিব জন্ম  শতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার সকাল ৯টায় স্থানীয় ১০০ জন কন্ঠ শিল্পীর কন্ঠে গাওয়া হয় জাতির জনককে নিয়ে কালজয়ী গান, "তুমি ধ্রুবতারা,তুমি হৃদয়ের বাতিঘর।"
পরে মুক্তিযোদ্ধারাসহ সকল অতিথির সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আয়োজক কমিটির সদস্য সোহেল রানা জানান,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচী রাখা হয়েছে।

মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ,উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়া ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম।।

মন্তব্য ( ০)





  • company_logo