• সমগ্র বাংলা
  • লিড নিউজ

গোপালপুরে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৭ মার্চ, ২০২১ ১৯:৩৭:৫০

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ  বঙ্গবন্ধুর জন্মদিন-শিশুর হৃদয় হোক রঙিন প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুজিব জন্মশতবর্ষ ও জাতীয় শিশুদিবস উদযাপন করা হয়েছে। 

(১৭ মার্চ) বুধবার সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র প্রদশর্নী, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরাল পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার এবং আনন্দ রেলি মধ্যে দিয়ে এই  দিনর সূচনা করা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২ মাননীয় জাতীয় সংসদ সদস্য ছোট মনির, উপজেলা নির্বাহি অফিসার পারভেজ মল্লিক,  উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজি,  উপজেলা সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা,  থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক,  পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্ম। 

গোপালপুর প্রেসক্লাব, টাঙ্গাইল,  উপজেলা প্রশাসন গোপালপুর টাঙ্গাইল  আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ সব কর্মসূচি পালন করে।

 

 

 

 

মন্তব্য ( ০)





  • company_logo