• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে প্রকৌশলীদের মানববন্ধন

  • সমগ্র বাংলা
  • ১০ মার্চ, ২০২১ ১৯:৫০:৪২

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার প্রতিবাদ ও অসামঞ্জস্যতা সংশোধন এ ৩ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ মার্চ) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (কালেক্টার চত্তর) বাংলাদেশইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইনঞ্জিয়ার্সের (আইডিইবি) আয়োজনে মানববন্ধন কর্মসুচী টি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন; আইডিইবির জেলা শাখার সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়,দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন,সদস্য রোকনুজ্জামান,সাইফুল ইসলাম,ইম্পেরিয়াল পলিটেকনিকের অধ্যক্ষ শফিকুল ইসলাম,সওজের কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন; আইডিইবির জেলা শাখার সভাপতি সাদেকুল ধ,সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়,দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন,সদস্য রোকনুজ্জামান,সাইফুল ইসলাম,ইম্পেরিয়াল পলিটেকনিকের অধ্যক্ষ শফিকুল ইসলাম,সওজের কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ  এ সময় উপস্থিত ছিলেন; আইডিইবির সমন্বয়ক আহসানুল ইসলাম,সরকারী পকিটেকনিকের ছাত্র ইলেক্ট্রনিক বিভাগের ছাত্র সাইফুল ইসলাম,সিভিল ইনঞ্জিয়ার্স বিভাগের শিক্ষার্থী আবুজার গিফারী, মাহবুব হোসেন,ইম্পেরিয়াল পলিটেকনিকের শিক্ষার্থী ইমন পারভেজসহ জেলার পলিটেকনিকের শিক্ষার্থীরা।

মন্তব্য ( ০)





  • company_logo